রোহন শাহ নামের ১৯ বছর বয়সী এক তরুণ হিনা খানের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। হিনাকে কাছে পেতে যা ইচ্ছা তাই করতে পারেন তিনি। তবে তাকে বোঝানোর চেষ্টা করছিলেন হিনা। কিন্তু কোনোকিছুই পরোয়া না করে একের পর এক ‘অপকর্ম’ ঘটাতে থাকেন রোহন।
কখনও সে হিনার ল্যাপটপ থেকে অফিসে উল্টোপাল্টা মেইল পাঠিয়ে দেন। আবার কখনও হিনার অফিসের নানা তথ্য হ্যাক করে নিজের হাতে কুক্ষিগত করে বসেন। শেষে কোনোভাবেই হিনাকে রাজি করাতে না পেরে হিনার ব্যক্তিগত কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেয় রোহন।
এমনই একটি গল্প নিয়েই হ্যাকড ছবিটি বানিয়েছেন বলিউড পরিচালক বিক্রম ভাট। গত রবিবার ওই সিনেমারই ট্রেলার মুক্তি পেয়েছে। খুব শিগগিরই প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পাবেন দর্শক।
0 Comments
Please login to start comments