ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বলেছেন যে প্রতিবেশী দেশগুলোকে লকডাউনে যেতে দেখে ভুটানবাসীকে আতংকিত হওয়ার কারণ নেই।
তিনি বলেন, এটাই হওয়া উচিত এবং ভুটান ভারতের জন্য শুভ কামনা করে আশা করবে যে তারা শিগগিরই পরিশ্রুত অবস্থায় বেরিয়ে আসবে। একে বিচক্ষণ কাজ বলে মন্তব্য করেন তিনি।
ভারতে বসবাসরত ভুটানিদের সম্পর্কে তিনি বলেন, তারা যদি শারীরিক দূরত্ব বজায় রাখেন এবং অন্যান্য শিষ্টাচার মেনে চলেন তাহলে যেখানেই থাকুন না কেন নিরাপদে থাকবেন। আমরা ভারতে থাকা সব ভুটানবাসীর প্রতি শান্ত থাকার অনুরোধ করবো, বাড়িতে থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেবো। এ অবস্থা চিরকাল চলবে না।
এরপরও কোন ভুটানি সমস্যায় পড়লে তাকে নয়া দিল্লিতে দূতাবাস বা কনসুলেট অফিসগুলোতে যোগাযোগের পরামশর্শ দেন তিনি।
সূত্র :কুয়েনসেল
0 Comments
Please login to start comments