সি নিউজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন, কুষ্টিয়া মজমপুর এলাকার মজিবুর রহমানের ছেলে দৈনিক দেশের বানী পত্রিকার বার্তা সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি ও একই এলাকার সুলতান নূর ইসলামের ছেলে দৈনিক শিকল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি এলাকা থেকে দুইজন মোটরসাইকেলে করে কুষ্টিয়া যাচ্ছিলেন। পথে টহল পুলিশ অফিসারের সন্দেহ হলে তাদের তল্লাশি করে। এসময় তারা মোটরসাইকেল থেকে ৭ বোতল ফেনসিডিল বের করে দেয়। টহল পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। তাদের বিরুদ্ধে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল রাখার দায়ে মামলা হয়েছে।
তিনি আরও জানান, মোস্তাফিজুর রহমান রনি নিজেকে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক দেশের বাণী পত্রিকার বার্তা সম্পাদক এবং মাহফুজুর রহমান মাহফুজ দৈনিক শিকল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বলে পরিচয় দিয়েছেন।
0 Comments
Please login to start comments