সিনিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণকারীদের জন্য আরো সুবিধা বাড়ানোর ব্যাপারে বিবেচনা করছে সরকার।সোমবার (১৯ আগস্ট) এক বার্তায় এ কথা জানানো হয়। এর আগে রোববার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন মন্ত্রী।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথা সময়েই ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) ব্যবস্থা চালু করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে সুশাসন নিশ্চিত করেছে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করছে, বললেন তিনি। বাংলাদেশে প্রবাসীদের আরো বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ মানুষের সুরক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় পরিসেবা পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এম. সোহায়েল হোসেন খানসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।
0 Comments
Please login to start comments