সিনিউজ: বাংলাদেশ ‘ফাইভ জি নেটওয়ার্কে’ নেতৃত্ব দিচ্ছে বলে দাবি করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, আগামী অথবা তার পরের বছর দেশ ফাইভ জি যুগে যাবে। সে কারণে এখন যে প্রযুক্তিগুলো রয়েছে আগামীতে তার আমূল রুপান্তর ঘটবে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজশাহী পোস্টাল একাডেমিতে অনুষ্ঠিত বিসিএস ক্যাডারদের ৬৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোস্তফা জব্বার বলেন, বিশ্বে বাংলাদেশই প্রথম, দেশকে ডিজিটাল ঘোষণা করেছে। এক বছর পর বিট্রেন এবং ছয় বছর পর ভারত একই ঘোষণা দিয়েছে। আট বছর পর বিশ্বজুড়ে বলা হচ্ছে এখন ডিজিটাল বিপ্লবের সময়।
সমাপনী অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ সচিব অশোক বিশ্বাস সহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিসিএস’র ৫টি ব্যাচের ৪৫ জন প্রশিক্ষণার্থী ৬ মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।
0 Comments
Please login to start comments