সিনিউজ: পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন বাহিনীটির প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রবিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে শুভেচ্ছা জানান আইজিপি।
শুভেচ্ছা বিনিময়কালে জাবেদ পাটোয়ারী বলেন, ঈদে পুলিশের বিভিন্ন ইউনিটের সকল সদস্য পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত চমৎকার ছিল। দেশের মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে। এজন্য বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
0 Comments
Please login to start comments