সিনিউজ: যে কোন মূলে কাশ্মীর সমস্যার সমাধানে তার দেশ প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহ্ মোহাম্মদ কোরাইশি। এরজন্য যেকোন চ্যালেঞ্জ, বাঁধা ও হামলা মোকাবেলায় রাজি আছেন বলে জানান তিনি। কোরাইশি বলেছেন, প্রয়োজন হলে যুদ্ধের মাধ্যমে তারা এই সমস্যার সমাধান করতেও পিছপা হবেন না। স্পুৎনিক
‘মোদীর ভারতের দ্বারা দখলীকৃত কাশ্মীরের আত্মসাৎকরণ: চ্যালেঞ্জ এবং জবাব’ শীর্ষক এক সেমিনারে এই কথা বলেন কুরাইশি। তিনি বলেছেন ভারতের অংশের কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক, মোদীর এই দাবি ক’টকৌশল ছাড়া আর কিছুই নয়। তবে ইসলাসমাবাদের এটি সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। তারা যেকোন মূল্যে এটি শেষ করবে। কুরইিশি বলেন, ‘ভারতের আগ্রাসন এবং দখলদারিত্ব এই অঞ্চলেল শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে।
0 Comments
Please login to start comments