সি নিউজ ডেস্ক : ডেঙ্গু মোকাবিলাকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২৮ জুলাই) সকালে বন্যার্তদের মাঝে আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করে একথা জানান তিনি।
ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, শুধু এ কার্যক্রম নয়, বন্যা শেষে দুর্গতদের পুনর্বাসন পর্যন্ত আওয়ামী লীগ পাশে থাকবে।
বিএনপি লোক দেখানো ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকায় দলটির কোনো আন্দোলনই আর সাড়া পাবে না।
ওবায়দুল কাদের আরো জানান, ডেঙ্গু প্রতিরোধে দুই সিটি মেয়রকে কার্যকর ওষুধ ছেটানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
0 Comments
Please login to start comments