সি নিউজ ডেস্ক : চিলির দক্ষিণাঞ্চলে একটি বাড়ির ওপর একটি হালকা বিমান বিধ্বস্ত হলে ছয় জনের মৃত্যু হয়েছে। লস লাগোস অঞ্চলের গভর্নর হ্যারি জার্গেনসেন বলেন, উড্ডয়নের কিছুক্ষণ পর বিদ্যুতের তারের সঙ্গে বিমানটি জড়িয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি রাজধানী সান্তিয়াগো থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে বন্দরনগরী পুয়ের্তো মন্টের লা পালোমা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
স্থানীয় টেলিভিশনের ছবিতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ওই বাড়িতে আগুন লেগে যায় এবং সেটি পুরোপু্রি পুড়ে গেছে। সেখানে আরও দেখা যায়, পুড়ে যাওয়া ওই বাড়ির বাগানে বিমানটির পেছনের অংশ পড়ে রয়েছে।
ওই ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি চিলির কর্তৃপক্ষ।ওই ঘটনায় পাইলটসহ বিমানের সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ।
এদিকে ওই দুর্ঘটনার সময় বাড়িটিতে কেউ ছিলেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারা জানায়, ওই বিমানটি ‘আর্কিপিলাগো’ নামের কোম্পানির মালিকানাধীন ছিল। ওই কোম্পানি এমন একটি অঞ্চলে ফ্লাইট পরিচালনা করে যেখানে যোগাযোগ ব্যবস্থা খুব কঠিন।
0 Comments
Please login to start comments