সিনিউজ, ঠাকুরগাঁওয়: ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় তার অফিস সহকারীকেও আটক করা হয়।
সোমবার (০৭ অক্টোবর) সকালে দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃেত্ব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঠাকুরগাঁও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান ও তার সহকারী জুলফিকার আলীকে ঘুষের পঞ্চাশ হাজার টাকাসহ গ্রেফতার করে দুদক।
আটককৃতদের ঠাকুরগাঁও থানায় নেওয়ার পর সহকারি শিক্ষা অফিসার আনিসুর রহমানের বাসায়ও তল্লাসি চালিয়ে কিছু পাওয়া যায়নি বলে জানায় দুদক।
গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুন ইসলাম।
0 Comments
Please login to start comments