খালেদা জিয়া একজন জনপ্রিয় নেতা দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার খালেদা জিয়াকে আটকে রেখে ভুল কাজ করেছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও কালীবাড়িস্থ তার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার চায় না খালেদা জিয়া জেল থেকে বাইরে আসুক। কৌশলে খালেদা জিয়াকে তারা আটক করে রেখেছে।
তিনি বলেন, যদি তিনি জেল থেকে বেরিয়ে আসতেন তাহলে বর্তমানে দেশে যে সংকট রয়েছে তা কাটিয়ে উঠতে পারতো। সরকার যদি খালেদা জিয়ার সঙ্গে আলাপ আলোচনা শুরু করেন তাহলে এই সংকট থেকে দেশ ও জাতিকে মুক্ত করা যাবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, যে মামলায় খালোদা জিয়াকে আটকে রাখা হয়েছে তা একটি সাজানো মামলা। এই মামলায় খালেদা জিয়ার বেল পাওয়ার যে আইনগত অধিকার রয়েছে সেটা থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে।
0 Comments
Please login to start comments