সি নিউজ: সম্প্রতি মুক্তি পায় ঢালিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী ববির বিজলী ছবিটি। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজনার খাতায় নাম লেখান এই লস্যময়ী। এবার কলকাতার ছবিতে দেখা যাবে তাকে। ‘রক্তমুখী নীলা’ নামে নির্মিতব্য এ ছবিটি পরিচালনা করবেন টলিউডের জয়দ্বীপ মুখার্জি। এতে ববির বিপরীতে রয়েছেন সব্যসাচী মিশরা। আর সঙ্গীত পরিচালনা করবেন বলিউডের প্রখ্যাত সঙ্গীত পরিচালক রাকেশ রোশান। খবরটি নিশ্চিত করে ববি বলেন, সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছি এ ছবিতে। অমলাদিত্য ফিল্মসের ব্যানারে নির্মিত হবে এ ছবিটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবো আমি। এদিকে, ঈদের পর ববি অভিনীত নোলক এবং বেপরোয়া ছবির শ্যুটিং আবারও শুরু হবে বলে জানা গেছে। ইতোমধ্যে ছবি দুটির বেশির ভাগ অংশের শ্যুটিং সম্পন্ন হয়েছে। নোলকে শাকিব খানের বিপরীতে এবং বেপরোয়ায় রোশানের বিপরীতে রয়েছেন ববি।
বিনোদন
0 Comments
Please login to start comments