সি নিউজ ডেস্ক : ভারতীয় অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর পথচলা শুরু হয়েছিল মেগা ধারাবাহিকের হাত ধরেই। প্রায় দশ বছর পরে ফের মেগা ধারাবাহিকে লিডের ভূমিকায়ই ফিরছেন তিনি।
নতুন মেগা ‘নজর’-এ দেখা যাবে তাকে। ধারাবাহিকে তার চরিত্রের নাম ‘মায়া’। সেখানে মায়া কালাজাদু, মন্ত্রতন্ত্রের মাধ্যমে নিজের ক্ষমতা বিস্তার করে।
একটি ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘এখন তো চিত্রনাট্যই রাজা। ফলে যে চরিত্রে আমি আমার অভিনয় সত্তা ফুটিয়ে তুলতে পারব, সেটা করতেই রাজি। আর মায় ‘র চরিত্র আমার অভিনয়ের অন্য একটা দিক তুলে ধরেছে।’
ধারাবাহিক ছাড়াও ছবি, ওয়েব সিরিজের কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন সম্পূর্ণা। কিন্তু মেগার ব্যস্ততা সে সব কাজে ভাটা ফেলবে না বলেই মনে করছেন এই অভিনেত্রী। বরং এরপরে ছবির কাজ বাছতে তার সুবিধাই হবে বলে জানালেন তিনি। প্রয়োজনে ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্র করতেও আপত্তি নেই তার। ‘নজর’-এ অন্য দুই মুখ্য চরিত্র আয়ুষ এবং ঈশানীর চরিত্রে অভিনয় করছেন জন এবং দিয়া মুখোপাধ্যায়। মার্চেই শুরু হবে ধারাবাহিকটি।
0 Comments
Please login to start comments