সি নিউজ ডেস্ক : নতুন নির্দেশে এরশাদের অবর্তমানে কাদেরই দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে বলা হয়েছে। দলের কো-চেয়ারম্যান থেকে সরিয়ে দিয়ে আবার পদ ফিরিয়ে দেওয়ার পর ভাই জিএম কাদেরকে নিয়ে নতুন সাংগঠনিক নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
দলের গঠনতন্ত্রের ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন এরশাদ। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন নির্দেশে বলা হয়েছে, জাপা চেয়ারম্যান এরশাদের অবর্তমানে ও চিকিৎসাধীন অবস্থায় বিদেশে অবস্থানকালে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন কো-চেয়ারম্যান জিএম কাদের।
গত ২২ মার্চ গভীর রাতে দলের কো-চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে সরিয়ে দেন এরশাদ। পরদিন আরেক নির্দেশে সংসদের বিরোধী দলের উপনেতা পদ থেকেও সরিয়ে দেওয়া হয় কাদেরকে।
যদিও তার ১২ দিনের মাথায় গত বৃহস্পতিবার আবারও পার্টির কো-চেয়ারম্যান পদে ভাই জিএম কাদেরকে ফিরিয়ে নেন এইচএম এরশাদ।
0 Comments
Please login to start comments