সি নিউজ ডেস্ক : আমেরিকান গায়িকা মাইলি সাইরাস বাবার সাফল্য সেলিব্রেট করতে অদ্ভুত এক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের সাবেক এই প্রেমিকা তার বাবার সাফল্যে ডলার দিয়ে বুক ঢেকে ছবি তুলেছেন। সেই ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
ছবিতে দেখা গেছে ডলার দিয়ে খোলা বুক ঢেকে রেখেছেন তিনি। আরেকটি ডলার চেপে রেখেছেন নাকে। সেই ছবিতে আবার ট্যাগ করেছেন তার বাবাকেই।
বাবা বিলি রে সাইরাস আই টিউনস চার্টে এক নম্বরে এসেছেন। বাবার সেই সাফল্য সেলিব্রেট করতে পোস্ট করা মাইলির এই ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়।
তবে ফ্যানরা এতে খুব একটা খুশি নন। তারা প্রশ্ন তুলেছেন, কিভাবে এমন একটি ছবিতে নিজের বাবাকে ট্যাগ করলেন মাইলি? তার খামখেয়ালিপনায় অবশ্য অভ্যস্ত তার ভক্তরা। যখন যা খুশি তা করে বেড়ান মাইলি। নিজের পছন্দকে খুব গুরুত্ব দেন।
0 Comments
Please login to start comments