সি নিউজ ডেস্ক : জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সম্প্রতি কাজ করলেন লাক্সের একটি নতুন বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। সম্প্রতি এই বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। আসছে ঈদে চমক হিসেবে প্রচারিত হবে এই বিজ্ঞাপনটি।
এই নতুন বিজ্ঞাপন প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বললেন,লাক্স মানেই নতুন নতুন আইডিয়া। বরাবরই লাক্সের বিজ্ঞাপনচিত্রে কাজ করে সম্মানিত বোধ করি। এখানে আমাকে একক মডেল হিসেবে দেখা যাবে। আশা করছি দর্শকরা নতুন কিছু দেখতে পাবেন। আসছে রোজার মধ্যে এটির প্রচার শুরু হবে বলে জেনেছি। উল্লেখ্য, মিম লাক্সের ব্র্যান্ড এ্যাম্বাসাডরের দায়িত্বও পালন করছেন।
এদিকে মিম এখন বেশ কাজে ব্যস্ত সময় পার করছেন নানা কাজ নিয়ে। সর্বশেষ কলকাতায় তার অভিনীত থাই কারি ছবিটি মুক্তি পেয়েছে। এদিকে বাংলাদেশে মিম অভিনীত সাপলুডু ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। গোলাম সোহরাব দোদুল পরিচালিত এই ছবিতে মিম জুটি বেঁধেছেন আরিফিন শুভর সঙ্গে। চলতি বছরেই ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে।
0 Comments
Please login to start comments