ভারতীয় নৌবাহিনী কৌশলগত আন্দামান দ্বীপপুঞ্জের কাছে চীনের একটি যুদ্ধ জাহাজকে অনুসরণ করেছে। চীনা জাহাজটি মঙ্গলবার মালাক্কা প্রণালী অতিক্রম করে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায় যে চীনা নৌবাহিনীর টাইপ ওয়াই-৯০১ শ্রেণীর যুদ্ধজাহাজটিকে অনুসরণ করে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ।
টাইপ ওয়াই-৯০১ শ্রেণীর যুদ্ধজাহাজ হলো বড় আকারের কমব্যাট সাপোর্ট শিপ। এতে জ্বালানি ও পানি পরিবহনের জন্য পাঁচটি ওয়েট কার্গো ট্রান্সফার স্টেশন ও দুটি ড্রাই কার্গো স্টেশন থাকে।
ভারত মহাসাগরে চীন ১২টি সি উইং আন্ডার ওয়াটার ড্রোন মোতায়েন করেছে বলে ফোর্বস রিপোর্ট করার এক দিন পরেই এ ঘটনা ঘটলো। সাবমেরিন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসব ড্রোন।
চীনা ড্রোনগুলো ৩,৪০০-এর বেশি পর্যবেক্ষণ সংগ্রহ করে বলে ফোর্বস জানায়। অবশ্য ভারতীয় নৌবাহিনীর সূত্র ফোর্বস-এর রিপোর্টের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
গত ডিসেম্বরে ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল করমবী সিং নিশ্চিত করেন যে ভারতীয় নৌবাহিনী বঙ্গোপসাগরে ভারতের এক্সক্লুসিভ ইকনমিক জোন থেকে একটি চীনা গবেষণা জাহাজকে তাড়িয়ে দিয়েছে।
চীনা জাহাজ বহরের চলাচলের উপর নজর রাখতে ভারত গত বছর আন্দামান দ্বীপপুঞ্জে তৃতীয় বিমান ঘাঁটি নির্মাণ করে।
সূত্র: স্পুটনিক
0 Comments
Please login to start comments