অস্ত্র ও মাদকসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর টিকাটুলিতে নিজ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৩ এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল শাফিউল্লাহ বুলবুল জানান, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা হয়েছে। চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে তার কার্যালয়ে অভিযান চালানো হয়।
0 Comments
Please login to start comments