সি নিউজ ডেস্ক : ক্যামেরার সামনে তিনি সাহসের পরিচয় দিয়েছেন আগেই। পর্ন ইন্ডাস্ট্রি থেকে বলিউডে এসে জমি শক্ত করেছেন। অনস্ক্রিন সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। তিনি অর্থাৎ সানি লিওন ফের একবার সাহসী হলেন। এ বার অন্তর্বাস ছাড়াই পোজ দিলেন ক্যামেরায়।
সেলিব্রিটি ফোটোগ্রাফার হিসেবে ডাব্বু রত্নানি বলিউডের পরিচিত মুখ। প্রতি বছর সেলেবদের নিয়ে ক্যালেন্ডার লঞ্চ করেন তিনি। ২০১৯-এর ক্যালেন্ডারে সাহসী লুকে দেখা যাবে সানিকে।
সোশ্যাল মিডিয়ায় ওই লুকের একটি ছবি পোস্ট করেছেন সানি। তিনি লিখেছেন, ‘ডাব্বুর ২০১৯-এর ক্যালেন্ডারে আমার শটটা ভাল লেগেছে…।’
শুধু বলিউড নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও নিজের পরিচিতি তৈরি করছেন সানি। কিছুদিনের মধ্যেই মালয়ালম মেগাস্টার মামুট্টির সঙ্গে একটি গানে নাচতে দেখা যাবে সানিকে। মামুট্টির সঙ্গে ‘মধুরা রাজা’ নামের আসন্ন একটি ছবিতেও অভিনয় করতে পারেন সানি। যদিও ছবির বিষয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি সানি।
0 Comments
Please login to start comments