সি নিউজ, দিনাজপুর : দিনাজপুরের চিরির বন্দরের পল্লীতে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এক গৃহবধূ মারা গেছে। বুধবার সকাল ১১ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হাজীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের প্রতিবেশীরা জানায়, পাড়ার আকবর আলীর স্ত্রী মিনারা বেগম(৩২) বাড়ির ঘর মোছার সময় ভেজা কাপড়ে বিদ্যুতের তার হাত দিয়ে সরিয়ে দেয়ার সময় তারে জড়িয়ে পড়েন। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দেশজুড়ে
0 Comments
Please login to start comments