• Login / Register
 • বাংলাদেশ

  বঙ্গোপসাগরে দুই জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৮

  বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় চতুর্থ দিনের অভিযানে নিখোঁজ আরো দুই জেলের মরদেহ উদ্ধার হয়েছে। এর আগে শনিবার দুইজন ও সোমবার দুইজনের মরদেহ উদ্ধার হয়। এনিয়ে ৬ জনের মরদেহ উদ্ধার হলেও এখন পর্যন্ত নিঁখোজ রয়েছে ৮ জন।

  মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বন বিভাগের দুবলা জেলে পল্লী ক্যাম্পের ওসি প্রহ্লাদ চন্দ্র রায় এতথ্য নিশ্চিত করেছেন।

  গত শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরের ১৯টি মাছ ধরার ট্রলার ডুবে ১৪ জেলে নিখোঁজ হন।

  পূর্ব সুন্দরবনের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, শুক্রবারের ঝড়ে সাগরে ট্রলার ডুবে নিখোঁজদের মধ্যে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকী ৮ জেলে ও ৭টি ট্রলারের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। বনবিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও দুবলা ফিসারম্যান গ্রুপের সমন্বয়ে এ উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

  Leave A Comment