সি নিউজ ডেস্ক : সঙ্গীতশিল্পী অ্যাডেলের সঙ্গে সাত বছরের দাম্পত্যজীবন ভেঙে গেল শিল্পপতি স্বামী সিমন কনেক্কির। গ্র্যামি বিজয়ী গায়িকার এক সহকারী খবরটি নিশ্চিত করেছেন।
একটি বিবৃতিতে জানানো হয়েছে, অ্যাডেল ও তার সঙ্গী আলাদা হয়ে গিয়েছেন। তবে তাদের পুত্রসন্তানকে একসঙ্গে মানুষ করার দায়িত্ব নিয়েছেন তারা। তবে ব্যক্তিগত সময় চেয়ে নিয়েছেন তারা। আর বিশেষ কিছু জানাতে চান না তারা। খবর এসময়।
প্রাক্তন এই দম্পতির ২০১২ সালে এক পুত্রসন্তানের জন্ম হয়েছে। বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না অ্যাডেল।
২০১৭ সাল পর্যন্ত নিজেদের বিয়ের খবরও সামনে আনেননি তিনি। একটি কনসার্ট চলাকালীন নিজের বিয়ের কথা বলেছিলেন গায়িকা। ২০১৭-এ গ্র্যামি পুরস্কার নেয়ার সময় কনেক্কিকে নিজের স্বামী বলে পরিচয় দিয়েছিলেন তিনি। তবে কেন সাত বছর পর বিয়ে ভাঙল তাদের তার স্পষ্ট কারণ জানা যায়নি।
0 Comments
Please login to start comments