সি নিউজ ডেস্ক : সম্প্রতি ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন চিত্রনায়িকা আইরিন। কিছুদিন আগেই ইন্দোনেশিয়ার বালিতে ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। কাজ শেষ করে ফিরেছেন ঢাকাতে।
সর্বশেষ অনন্য মামুনের পরিচালনায় ‘নারী’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। রাজধানীর উত্তরায় এর শুটিং শেষ হয়েছে। আইরিন ছাড়াও এই চলচ্চিত্রে কাজ করেছেন সাঞ্জু জন। সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেও এবারই প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন এ অভিনেত্রী। নারীকেন্দ্রিক গল্পে নারীদের নিয়ে সচেতনতাবোধের জায়গা থেকে কাজটি করেছেন তিনি।
আইরিন বলেন, আমাদের দেশের নারীরা সব জায়গাতেই অবহেলিত, লাঞ্ছিত। তারা তাদের প্রাপ্য সম্মানটুকু পায় না। তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের স্ল্যাং ব্যবহার করা এগুলা সত্যি একটা নারীর জন্য অপমানজনক। কিন্তু যেই মানুষটা একটা নাড়িকে গালি দিচ্ছে বা স্ল্যাং করছে তাদের বোঝা উচিত সেই গালিটা গিয়ে পড়ছে কারো মায়ের ওপর, বোনের ওপর কিংবা স্ত্রীর ওপর।
তিনি আরও বলেন, ভিন্ন কিছু ছাড়া পর্দায় আসতে ইচ্ছে করে না। তাই অনেক নাটক ও বিজ্ঞাপন ফিরিয়ে দিয়েছি। ব্যতিক্রম কিছু পেলে সেটাতে কাজ করতেও ভালো লাগে। সব নারীদের প্রতি সম্মান রেখে, নারীর প্রতি নারী পুরুষের সচেতনতা বোধের জায়গা থেকে এই কাজটি করেছি। প্রথমবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছি। আর এইখানে আমার ভাইয়ের চরিত্রে আছে সাঞ্জু জন। কাজটা করতে পেরে খুব ভালো লেগেছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার লাইভ টেকনোলজিস এর ইউটিউব চ্যানেলে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রকাশ করা হয়।
এদিকে অনন্য মামুন পরিচালিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পার্টনার’ ও ‘ধোকা’র কাজ শেষ করেছেন তিনি। এছাড়াও শেষ করেছেন সৈকত নাসির পরিচালিত ‘ট্র্যাপড’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ। গতকাল শেষ করেছেন এর ডাবিংও। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার পাঁচটি চলচ্চিত্র।
0 Comments
Please login to start comments