সি নিউজ ডেস্ক : ভিট তারকা তানিয়া বৃষ্টি বর্তমানে অভিনয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আসছে নতুন শর্টফিল্ম ‘লিংক হবে?’। এতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি ও তার বিপরীতে রয়েছেন শামীম হাসান সরকার। গত শুক্রবার শর্টফিল্মটি ইউটিউবে প্রকাশিত হয়।
শর্টফিল্মটির গল্প গড়ে ওঠেছে কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে ও তার প্রেমিককে ঘিরে। অন্য আট দশটি ব্ল্যাকমেইলিংয়ের ঘটনার মতো এখানেও একান্ত ব্যক্তিগত মুহূর্তকে পুঁজি করা হয়। কিন্তু একেবারে ভিন্নভাবে। গল্প যায় ঘুরে। জানালেন নির্মাতা লতা আচারিয়া। শানের গল্প ভাবনায় শর্টফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রণক ইকরাম।
অভিনেতা শামীম হাসান সরকার বলেন, কাজটি করে ভালো লেগেছে। গল্পটি দুর্দান্ত। সচরাচর যা হয়, এই ধরনের গল্পে কোনো মেসেজ থাকে না- কেবল বাণিজ্যিক সুড়সুড়ির জন্য বানানো হয়। কিন্তু এই কাজটি সেখান থেকে একেবারেই আলাদা।
তানিয়া বৃষ্টি বলেন, আমি শর্টফিল্মে তুলনামূলকভাবে কমই কাজ করেছি। তবে এটি করার পর মনে হচ্ছে এ ধরনের কাজ নিয়মিতই করা উচিত। আশা করছি দর্শকরা ঠকবেন না।
0 Comments
Please login to start comments