সি নিউজ ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সাম্প্রতিক একটি রেডিও স্টেশনে এসে ভক্তের প্রশ্নের উত্তরে একটি মন্তব্য করেন সাফা কবির যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেখানে তিনি এক ভক্তের প্রশ্নের উত্তরে বলছেন, না আমি পরকালে বিশ্বাস করি না।
এরপর এ ভিডিওর অংশটুকু ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই সাথে এমন মন্তব্য করায় তোপের মুখে পরেন এ অভিনেত্রী।
মঙ্গলবার দুপুরে সাফা কবির তার ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চেয়েছেন। ভক্ত অনুরাগীদের মনে আঘাত দেয়ার জন্য দুঃখ প্রকাশও করেছেন তিনি।
সাফা কবির বলেন, আমি যদি কোনো ভুল করে থাকি সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন।
তিনি আরো বলেন, আমি এবং আমার আল্লাহ জানেন, কারো বিশ্বাসে আঘাত দেয়ার জন্য এমন কথা আমি বলিনি। তবুও, আমার কোনো কথায় যদি কারো মনে বা বিশ্বাসে আঘাত লেগে যায় এর জন্য আমি দুঃখিত এবং করজোড়ে ক্ষমাপ্রার্থী।
যোগ করে এই অভিনেত্রী আরো বলেন, তবুও যারা, আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন এবং আমাকে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করছেন তাদের বিচারের ভারও আমি আল্লাহর হাতে দিলাম। তিনি নিশ্চয়ই সবকিছু জানেন এবং দেখেন।
0 Comments
Please login to start comments