সি নিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থীরা। বুধবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে বিভিন্ন দলের প্রার্থীরা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। কমিশনারের কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত ১০ জনের মতো প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাদেক খান, একই আসনে বিএনপির প্রার্থী আবদুস সালাম মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস, ঢাকা-১২ আসন থেকে বিএনপি প্রার্থী আনোয়ারুজ্জামান, ঢাকা-৯ আসনে ন্যাশনাল কংগ্রস বাংলাদেশের মাহফুজা আক্তার বীনা, ঢাকা-১০ আসনে এনপিপি’র কে এম শামসুল হক, ঢাকা-৪ আসনে এলডিপি’র কবির হোসেন, ঢাকা-৮ আসনে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের কাজী মো. ছাবের আহমেদ মনোননয়নপত্র জমা দেন। আজ শেষ দিন মনোনয়নপত্র জমা নেয়া হবে বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেয়া উপলক্ষে এখন পর্যন্ত প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি ভঙের কোনো সংবাদ পাওয়া যায়নি।
0 Comments
Please login to start comments