সিনিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা আমাকে চেনেন তারা পথের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, আপনারা সেই দেশের লোক যে দেশের মানুষ জাতির পিতাকে হত্যা করে। লজ্জায় আমার মাথা নত হয়ে যায়। তবে বলে আসতে পারি, আমরা তাদের ক্ষমা করিনি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) খামারবাড়ি মৃত্তিকা ভবনের আকামু গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারকে যেদিন নির্মমভাবে হত্যা করা হয় সেই ১৫ আগস্ট, আবার কেউ জন্মদিন পালন করে। ঘটা করে জন্মদিনেই বোঝা যায়, এই হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত।
তিনি বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছেন তাদেরকেও ক্ষমা করেনি। আমরা হত্যাকারীদের দেশে ও দেশের বাইরে থেকে খুঁজে এনে ফাঁসির কাস্টডিতে তুলেছি। তারা কখনো ক্ষমা পাবার যোগ্য না।
0 Comments
Please login to start comments