সিনিউজ, রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকায় অচেতন অবস্থায় তাবলীগ জামায়াতের ১৯ সদস্যকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন তারা।
মঙ্গলবার রাতে খাবারের ডালের সাথে চেতনানাশক পাউডার মিশিয়ে খাওয়ানো হয়। এতে তারা অচেতন হয়। তবে চিকিৎসকরা সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, অজ্ঞানের শিকার তাবলীগ জামায়াতের ১৯ সদস্য এখন সুস্থ আছেন। ঘুম কেটে গেলেই তারা স্বাভাবিক হয়ে যাবেন।
ওসি আরো জানান, তাবলীগ জামায়াতের ওই সদস্যদের নিকট থেকে নগদ সাড়ে ৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন নিয়ে রাসেল নামের এক সদস্য পালিয়েছে।
0 Comments
Please login to start comments