সি নিউজ, রংপুর : রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শাহজাহান হোসেন দবির ওরফে দবিরুল (৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হারাগাছ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের ছোটপুল বানুপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত দবিরুল পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের চেংটারী গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান জানান, মাদক ব্যবসায়ীরা হারাগাছ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের ছোটপুল বানুপাড়ায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে শাহজাহান হোসেন দবির ওরফে দবিরুল মারা যান এবং অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় তৈরি পিস্তুল, ১২৬ পিস ইয়াবা, ১৭৩ বোতল ফেনসিডিল ও তিনটি ছোড়া উদ্ধার করেছে বলে তিনি জানান।
0 Comments
Please login to start comments