সি নিউজ ডেস্ক : ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর ফেনীর সোনাগাজী সাবের পাইলট হাইস্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাতের। তার মৃত্যুতে শোক জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যৌন হয়রানির শিকার হওয়ার পর এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদদৌলার বিরুদ্ধে অভিযোগ ও মামলা করায় গত শনিবার আলিম পরীক্ষা কেন্দ্রে বোরকা পরা চার দুর্বৃত্ত নুসরাত জাহান রাফির গায়ে আগুন ধরিয়ে দেয়।
দুর্বৃত্তের আগুনে ঝলসে যাওয়া নুসরাতের অবস্থা অবনতি হওয়ায় সোমবার তাকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের লাইফ সাপোর্টে নেয়া হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাতের চিকিৎসার দায়িত্ব নিয়ে তাকে সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত জানালেও কিন্তু তার শারীরিক অবস্থা বিবেচনা করে এখনই সিঙ্গাপুরে নেয়া হচ্ছে না বলে তখন জানান বার্ন ইউনিটের চিকিৎসকরা। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের চিকিৎসকদের পরামর্শে ঢাকায়ই তার চিকিৎসা চলতে থাকে।
নুসরাতের গায়ে আগুন দেয়ার ঘটনায় করা মামলায় প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে ৭ দিন এবং প্রফেসর আফসার ও সহপাঠী আরিফকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
অন্যদিকে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করে নুসরাতের মামলা পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে।
0 Comments
Please login to start comments