সি নিউজ: দেশীয় চলচ্চিত্রের নবাগতা নায়িকা মৌ খান শুরু করলেন তার অভিনীত নতুন ছবি ”প্রতিশোধের আগুন”র শুটিং। মোহাম্মদ আসলাম পরিচালিত এই ছবিটির শুটিং শুরু হয়েছে গতকাল থেকে। ছবিটিতে তার বিপরীতে নায়ক হিসেবে আছেন চিত্রনায়ক জায়েদ খান।
এ প্রসঙ্গে মৌ খান বললেন,”খুব সুন্দর একটি কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ”প্রতিশোধের আগুন” ছবিটি। ছবিটির কাহিনী যা তাতে আশা করছি দর্শকদের মনের মতো একটি ছবি উপহার দিতে পারবো। আমার চেষ্টা থাকবে দর্শকদের মনে যেন জায়গা করে নিতে পারি তেমন অভিনয় করতে।”
উল্লেখ্য এটি মৌ’র ক্যারিয়ারের তিন নাম্বার ছবি। এর আগে মৌ সুজন বড়ুয়া পরিচালিত ”বান্ধব” এবং শফিক হাসানের ”বাহাদুরি” শিরোনামের দুটি ছবির কাজ শেষ করেছেন। এ প্রসঙ্গে মৌ বললেন,”আমার এই দুটি ছবির কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে। দুটি ছবিই মুক্তির অপেক্ষায় আছে। আশা করছি ছবি দুটি মুক্তি পেলে দর্শকরা তাদের পছন্দের নায়িকা হিসেবে আমাকে গ্রহণ করবেন।” উল্লেখ্য,গেলো ঈদে এই নায়িকার করা ”দিশা থ্রি পিস” এর একটি বিজ্ঞাপন প্রচার শুরু হয়েছে। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন বাপ্পি শাহ।
0 Comments
Please login to start comments