সিনিউজ: আর মাত্র কয়েকিদন বাকি। তারপরই মা হচ্ছেন বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন। অন্তঃসত্ত্বা অবস্থায় বন্ধু জর্জের সঙ্গে এখন দেশের বাইরেই রয়েছেন তিনি। সম্প্রতি নিজের সাধের ছবিও প্রকাশ্যে আনেন অ্যামি। পাশাপাশি এটাও জানিয়ে দিলেনন, মা হওয়ার পরই জর্জের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন তিনি।
অন্তঃসত্ত্বা অবস্থায় একের পর এক ছবি শেয়ার করেন এই অভনেত্রী। কখনও জর্জের সঙ্গে সুইমিং পুলে নিজের ছবি আবার কখনও রবিবারের সকালে রোদ পোহানোর ছবি প্রকাশ্যে আনেন অ্যামি। তার সেই ছবি শেয়ার করার পর পরই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
মা হয়েই বিয়ের পিঁড়িতে বসবেন অ্যামি! অন্তঃসত্ত্বা হওয়ার পর বন্ধু জর্জের সঙ্গে আপাতত লন্ডনেই রয়েছেন অ্যামি জ্যাকসন। বিদেশে সাধের দিনই বলিউড অভিনেত্রী ঘোষণা করেন, পুত্র সন্তানের মা হতে চলেছেন তিনি।
0 Comments
Please login to start comments