সি নিউজ, নোয়াখালী : নোয়াখালী জেলা শহর মাইজদীতে মায়ের কাপড় গলায় পেঁচিয়ে ইমরান চৌধুরী (১৯) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন।
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের কৃষ্ণরামপুর গ্রামের একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
নিহত ইমরান চৌধুরী জেলার বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুর গ্রামে প্রবাসী কেরামত আলীর ছেলে। তিনি চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পরিবারের লোকজন ইমরানের কক্ষের দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করে। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ফ্যানের হুকের সাথে তার মায়ের কাপড়ে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশের পাশ থেকে একটি কাগজের চিরকুট উদ্ধার করা হয়েছে। যাতে লেখা রয়েছে ‘আমার মৃত্যুর জন্য শুধু আমি দায়ী, অন্য কেউ দায়ী নয়’।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
0 Comments
Please login to start comments