সিনিউজ: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আন্দোলনের চতুর্থদিনে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে আন্দোলনকারীরা আল্টিমেটাম দিয়ে বলেছেন, শুক্রবার দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম তাদের ঙ্গে দেখা না করলে বিশ্ববিদ্যালয়ের সব ভবনে তালা দেওয়া হবে।
বুয়েট শহিদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আবরার হত্যার প্রতিবাদে আন্দোলরত শিক্ষার্থীরা।
কুষ্টিয়ায় আবরারের গ্রামের বাড়ির ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ ও ভিসির সমালোচনা করে শিক্ষার্থীরা বলেন, এখন পর্যন্ত ভিসি শিক্ষার্থীদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। এমনকি যোগাযোগের অনেক চেষ্টা করেও তার দেখা পাওয়া যায়নি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আবারও ১০ দফা দাবি এবং এগুলোর অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরেন শিক্ষার্থীরা।
তারা বলেন, একটি দাবি কিছুটা পূরণ হয়েছে। অন্যগুলো বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। শেরে বাংলা হলের প্রভোস্ট মৌখিক পদত্যাগ করলেও অফিসিয়ালি তিনি এখন পর্যন্ত পদত্যাগ করেননি।
শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষক সমিতি ও অ্যালামনাই আমাদের দাবির ব্যাপারে নীতিগত সমর্থন দিয়েছেন। তবে বুয়েট প্রশাসন কিছুই করেনি। দ্রুত মামলার প্রতিবেদন নিশ্চিত করতে হবে। বুয়েটে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ এবং আবাসিক হলে র্যাগের নামে নির্যাতন বন্ধ করতে হবে।
এর আগে অবস্থান নিয়ে বুয়েটে চতুর্থ দিনের মতো আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করছে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
0 Comments
Please login to start comments