সি নিউজ ডেস্ক : রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
এর আগে দুপুর ১টা ২০ মিনিটে বিটিভির নিউজরুমের ভবনের তৃতীয় তলার লাইব্রেরিতে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, রোরবার দুপুর ১টা ২০ মিনিটে বিটিভি ভেতরে একটি ভবনের তৃতীয় তলায় বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
বিটিভির এক ঊধ্বর্তন কর্মকর্তা বলেন, পুরাতন প্রশানসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনের নীচ তলায় বেশ কয়েকটি স্টুডিও, প্রশাসনিক কার্যালয়, দোতলায় প্রোগ্রাম ও তৃতীয় তলায় নিউজরুম।
0 Comments
Please login to start comments