সিনিউজ: বাইশ গজে ব্যাট হাতে বিপক্ষ বোলারদের ত্রাস আন্দ্রে রাসেল এবার বাবা হতে চলেছেন। সুখবরটা দ্রে-রাস প্রকাশ্যে আনলেন অভিনব কায়দায়। বলা যেতে পারে তার ছক্কার স্টাইলেই ভিডিও বার্তায় বাবা হওয়ার খবর ভক্তদের কাছে পৌঁছে দিলেন ক্যারিবিয়ান তারকা।
দীর্ঘদিনের বন্ধু ডমিনিক্যান রিপাবলিকের বিখ্যাত মডেল এবং ডিজাইনার জেসিম লরাকে বিয়ে করেন রাসেল। এবার অভিনব কায়দায় সুখবরটা জানালেন দ্রে রাস। স্ত্রীর সঙ্গে এক ভিডিও শুট করে সেটি সোশ্যাল সাইটে পোস্ট করে বাবা হওয়ার খবর দিলেন রাসেল। তাদের প্রথম সন্তান ছেলে না মেয়ে সেটাও জানিয়ে দিলেন তারকা ক্রিকেটার৷
সেখানেও ক্রিকেট৷ জেসমি লরা একটা বড় বল হাতে নিয়ে, আর ব্যাট হাতে দাঁড়িয়ে আন্দ্রে রাসেল৷ জেসমি তাকে বল করতেই ব্যাট দিয়ে শট মারলেন রাসেল। সঙ্গে সঙ্গে গোলাপি রঙের ধোঁয়ায় ভরে যায় চারিদিক। এতেই স্পষ্ট হয়ে যায়, রাসেলের ঘরে আসতে চলেছে কন্যাসন্তান।
0 Comments
Please login to start comments