সি নিউজ ডেস্ক: অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশের উন্নতি দেখে আক্ষেপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। উন্নয়নের পথে বাংলাদেশের অদম্য গতি দেখে এমন আক্ষেপ করেন তিনি। ৫ ডিসেম্বর ইসলামাবাদে এক অনুষ্ঠানে ইমরান খান বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নতির সঙ্গে নিজ দেশের অর্থনীতির তুলনা করেন।
তিনি বলেন, ‘পূর্ব পাকিস্তান যখন আলাদা হয়ে বাংলাদেশ হয় তখন অনেকে বলেছিলেন, তারা আমাদের জন্য বড় মাপের বোঝা ছিলো। নিজের কানেই আমি এসব শুনেছি।’ ‘সেই পূর্ব পাকিস্তান আজ সবকিছুতেই পাকিস্তানের চেয়ে এগিয়ে। তাদের দূরদর্শী চিন্তার জন্যই এমনটা হয়েছে।’ বাংলাদেশের মাথাপিছু মোট দেশজ উৎপাদনের পরিমাণ পাকিস্তানের চেয়ে বেশি। ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু জিডিপির পরিমাণ ১ হাজার ৫৩৮ ডলার।
সেখানে পাকিস্তানের তা ১ হাজার ৪৭০ ডলার। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় এখন ১ হাজার ৭৫১ মার্কিন ডলার। বাংলাদেশকে অনুকরণীয় হিসেবে ধরে পাকিস্তানের উন্নয়ন পরিকল্পনা সাজাতে ইমরান খানকে পরামর্শ দিয়েছেন দেশটির বিভিন্ন পেশাজীবীরা। এজন্যই এতেই ঈর্ষান্বিত হয়ে পড়েছেন ইমরান। তাদের সাংবাদিক জাইঘাম খান জনসংখ্যা নিয়ন্ত্রণ, অর্থনীতি, মানবিক উন্নয়ন সূচক, সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন- ইত্যাদি বিষয়ে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরেন।
পাকিস্তানি এই সাংবাদিক বলেন, বাংলাদেশই হওয়া উচিত পাকিস্তানের উন্নয়নের মডেল। পাকিস্তানের সামনে শেখার জন্য উদাহারণ হিসেবে যে কয়েকটি দেশ আছে, তার মধ্যে একটি বাংলাদেশ।
0 Comments
Please login to start comments