সি নিউজ ডেস্ক : বিয়ের পর দারুণ খোশমেজাজে দিন কাটাচ্ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এই শান্তি খুব বেশিদিন সইলো না তার ভাগ্যে। তার বিরুদ্ধে শুরু হয়েছে একটি অনলাইন জনমত জরিপ।
২০১৬ সালে জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হিসেবে নির্বাচিত হয়েছিলেন সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে যুদ্ধে সমর্থন দেয়ার অভিযোগ উঠেছে। আর অভিযোগ উঠার কারণ হলো তার করা একটি টুইট।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার ঘটনায় ৪০ সেনার মৃত্যুর পর ২৬ ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক চালায়। সেই হামলার পক্ষে টুইট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘জয় হিন্দ #ইন্ডিয়ানআর্মডফোর্সেস’। এতে সমালোচনা শুরু হয়েছে প্রিয়াঙ্কাকে নিয়ে।
প্রিয়াঙ্কার বিরুদ্ধে অনলাইনে একটি জনমত জরিপ চালানো হচ্ছে যেখানে বলা হচ্ছে তিনি ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন দিয়ে যুদ্ধে সমর্থন জানিয়েছেন। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে তাকে এই কাজ মানায় না।
তাই অবিলম্বে প্রিয়াংকাকে এই পদ থেকে সরিয়ে দেয়ার পক্ষে জনমত গ্রহণ করা হচ্ছে অনলাইনে। দৃষ্টি আকর্ষণের জন্য ইউনিসেফ এবং ইউএনকে ট্যাগও করে দেয়া হয়েছে অনলাইন পিটিশনে।
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলছে সমালোচনা। তবে প্রিয়াঙ্কা চোপড়া এখনও এই বিষয়ে মুখ খোলেননি।
0 Comments
Please login to start comments