সি নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয়ে তিনি বেশ সফল। এবার তার আগ্রহ রাজনীতিতে। অভিনেত্রী থেকে নেত্রী হতে চান তিনি। এ বিষয়ে মাহি বলেন, ‘আমাদের শোবিজাঙ্গনের দুই চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন সভায় বক্তব্য দিচ্ছেন।
সম্প্রতি গুলশানে প্রধানমন্ত্রীর একটি সভায় আমিও ছিলাম। তার বক্তব্য শুনে আমি মুগ্ধ হয়েছি। এরপর থেকেই আমার আগ্রহ জাগে আমি একটা সময় রাজনীতিতে আসব। আমাদের প্রধানমন্ত্রী সংস্কৃতিমনা। তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। আশা করি আগামীতেও তিনি শোবিজাঙ্গনের উন্নয়নের জন্য আরও কাজ করবেন।’
তিনি বলেন, ‘আপাতত অভিনয় নিয়েই থাকতে চাই। রাজনীতিতে আসার দিনক্ষণ ঠিক করিনি। সময় হলে এ বিষয়ে জানাব।’ বর্তমানে মাহি ‘অবতার’ নামে একটি সিনেমার আইটেম গান নিয়ে ব্যস্ত আছেন। এফডিসিতে সিনেমার শুটিং চলছে। ২০১৯ সালে ‘অবতার’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
‘অন্যরকম ভালবাসা, পোড়ামন, ‘দেশা- দা লিডার, অগ্নি’, ‘অনেক সাধের ময়না’ ইত্যাদি ছবি ব্যবসায়িক সাফল্যে তৈরি হয় তাকে ঘিরে আলাদা চাহিদা। কলকাতার নামি নির্মাতা অশোক পাতির পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘রোমিও বনাম জুলিয়েট’ মাহির অসাধারণ পারফর্মেন্স মুগ্ধ করে বাংলাদেশ ও ভারতীয় দর্শকদের।
0 Comments
Please login to start comments