সি নিউজ ডেস্ক: সজীব আহমেদ ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সজীব ওয়াজেদ জয়ের এই নিয়োগ খণ্ডকালীন, এজন্য কোনো বেতন নেবেন না তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন জয়।
গত এক দশকে তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতির জন্য আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়ে থাকে। তাদের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষ্য অর্জনে বিভিন্ন কার্যক্রমে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জয়ের অংশগ্রহণ রয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬ এর বিধি ৩ (বি) ১ এর প্রদত্ত ক্ষমতাবলে ১৫ জানুয়ারি ২০১৯ তারিখে তাকে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ প্রদান করা হয়।
0 Comments
Please login to start comments