সি নিউজ ডেস্ক: বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম আমার ২’ আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। মুক্তি আগে প্রকাশ হলো ছবির ট্রেলার। মূলত দুই বাংলার শিল্পীরা ছবিতে অভিনয় করেছেন। দ্বিতীয়বারের মতো জুটি হয়েছেন দেশের পূজা চেরী আর কলকাতার আদৃত।
কলকাতায় ২০০৯ সালের ‘প্রেম আমার’ মুক্তির ১০ বছর পর নির্মিত হয়েছে এই ছবির সিক্যুয়েল। হৃদয় ছোঁয়া প্রেমের গল্পের প্রথম কিস্তিতে অভিনয় করেছিলেন সোহম ও পায়েল সরকার। পশ্চিমবঙ্গে ছবিটি বেশ সাড়া জাগিয়েছিল।
এবার রাজ চক্রবর্তীর গল্পে ছবিটি পরিচালনা করেছেন তার দীর্ঘদিনের সহকারী বিদুলা ভট্টাচার্য্য। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং রাজ চক্রবর্তী প্রোডাকশনসের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘প্রেম আমার ২’।
উল্লেখ্য, এর আগে পূজা-আদৃত জুটি ‘নূর জাহান’ ছবিতে অভিনয় করেছিলেন। সবশেষ পূজাকে ‘দহন’ ছবিতে দেখা যায়। তার বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ।
0 Comments
Please login to start comments