সি নিউজ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরে ডুবে নাজমিম আক্তার (৫) ও তামিম মিয়া (৭) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের গুলাসার গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের বিল্লাল মিয়ার সন্তান।
কসবা থানার পরির্দশক (তদন্ত) মৃনাল দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে দুই ভাই-বোন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরে ডুবে যায়। মুমূর্ষু অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেলে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
ভাই-বোনের মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
0 Comments
Please login to start comments