সি নিউজ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়ীয়া এলাকায় সংগ্রাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে একটি পাটখেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সংগ্রাম সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের আকতার হোসেনের ছেলে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে স্থানীয়রা জানিয়েছেন।
সদর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সকালে সংগ্রামের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিহত সংগ্রাম এলাকায় মাদক ব্যবসায়ী বলে পরিচিত। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
0 Comments
Please login to start comments