সি নিউজ, নেত্রকোনা : নেত্রকোনা সদর উপজেলায় লরির ধাক্কায় ফজলু (৬০) নামে এক সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদরের বড়ওয়ারী এলাকার কংস নদের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলু দুর্গাপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে।
নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান জানান, নেত্রকোনা শহর থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে ফজলু দুর্গাপুর যাচ্ছিলেন। বড়ওয়ারী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ফজলু। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
0 Comments
Please login to start comments