সি নিউজ ডেস্ক : ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ অলরাউন্ডার ড্যারেল মিচেল ও ফাস্ট বোলার ব্লেয়ার টিকনার।
মিচেল দলে এসেছেন পুরো সিরিজের জন্য। আর টিকনার থাকবেন শুধু শেষ ম্যাচে। লোকি ফার্গুসনের ওপর চাপ কমাতে এই সিদ্ধান্ত। ফার্গুসন থাকছেন প্রথম দুই ম্যাচে।
বুধবার ঘোষিত দলে ফিরেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
১৪ সদস্যের দলে জায়গা হয়নি ব্যাটসম্যান হেনরি নিকোলসের। তার সঙ্গে সর্বশেষ দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার জেমস নিশাম, উইকেটরক্ষক-ব্যাটসম্যান গ্লেন ফিলিপস ও পেসার সেথ রান্স।
নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মিচেল ও টিকনার। ২৭ বছর বয়সি অলরাউন্ডার মিচেল নর্দান ডিসট্রিক্টের হয়ে আট ম্যাচে দুই হাফ সেঞ্চুরিতে করেছেন ২৮১ রান, যা এখন পর্যন্ত টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ। আর ২৫ বছর বয়সি পেসার টিকনার সেন্ট্রাল ডিসট্রিক্টের হয়ে সাত ম্যাচে নিয়েছেন ১২ উইকেট, তিনি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।
আগামী ৬ ফেব্রুয়ারি ওয়েলিংটনে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। পরের দুই ম্যাচ হবে ৮ ও ১০ ফেব্রুয়ারি অকল্যান্ড ও হ্যামিল্টনে।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন (প্রথম দুই ম্যাচের জন্য), মার্টিন গাপটিল, স্কট কুগেলেইন, ড্যারেল মিচেল, কলিন মানরো, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, ব্লেয়ার টিকনার (তৃতীয় ম্যাচের জন্য)।
0 Comments
Please login to start comments