সিনিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দালালের খপ্পরে পড়ে কেউ বিদেশে যাবেন না। বিদেশে গিয়ে প্রতারণার শিকার যেন কেউ না হন সেদিকে খেয়াল রাখারও নির্দেশ দেন তিনি। রোববার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, দেশের প্রতিটি অর্জনের পেছনে প্রবাসীদের অবদান অনেক। তাই তাদের সুবিধার্থে সরকার কর্তৃক প্রবাসী কল্যাণ ব্যাংক করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কাজের জন্য যারা বিদেশে যেতে চান, তাদের রেজিস্ট্রেশনের জন্যে সারাদেশে ৫ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার গঠন করা হয়েছে। তারপরও অনেকে দালালের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন। অনেক সময়ে নারীরা বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন।
এসব সুযোগ সুবিধা থাকার পরও অনেকে ‘দালালদের খপ্পরে পড়ে বিপদে পড়ে যায়’ মন্তব্য করে সম্প্রতি ভূমধ্য সাগরে নৌকা ডুবিতে অনেক বাংলাদেশির মৃত্যুর ঘটনা মনে করিয়ে দেন শেখ হাসিনা।
দেশের বাইরে কাজ করতে গিয়ে মানুষ যেন প্রতারণার শিকার না হয়, সেজন্য জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি কর্মক্ষম যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলার তাগিদ দিয়ে তিনি প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে কর্মক্ষম যুবসমাজ রয়েছে, সেটা আমাদের জন্য বিরাট শক্তি। তাদের বিভিন্ন কাজের ট্রেনিং দিয়ে দক্ষতা বাড়াতে হবে। এখন আমরা শুধু লেবার পাঠাব না। স্কিলড ম্যানপাওয়ার, অর্থাৎ দক্ষ জনশক্তি কীভাবে আমরা পাঠাতে পারি, রপ্তানি করতে পারি, সেটা… যে যাবে সেও লাভবান হবে; দেশও লাভবান হবে।”
অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
0 Comments
Please login to start comments