সিনিউজ: ঢাকা জেলার পুলিশ সুপারিনটেনডেন্টের দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদার। সোমবার তার নিয়োগসহ বেশ কয়েকটি বদলির কথা জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে। ১৮ অগাস্ট ঢাকা জেলার এসপি শাহ মিজান শাফিউর রহমান পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হওয়ায় পদটি খালি হয়ে যায়। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মাহবুবুর রহমানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। শিল্প পুলিশের সুপার মো. জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন। গাইবান্ধা জেলার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়াকে নওগাঁ এবং ডিএমপির উপ-কমিশনার মো. তৌহিদুল ইসলামকে গাইবান্ধার এসপি নিয়োগ করা হয়েছে।
জাতীয়
0 Comments
Please login to start comments