সি নিউজ: বিশ্বকাপ ফুটবল নিয়ে জনে মনে শুরু হয়েছে উম্মাদনা। এমন উম্মাদনা থেকে দূরে নেই শোবিজ তারকারাও। বিশ্বকাপ নিয়ে কথা হয় ঢালিউডের ব্যস্ততম অভিনেত্রী শবনম বুবলির সঙ্গে। বিশ্বকাপ চলাকালীন ছবি মুক্তি পাচ্ছে, কিছুটা শংকিত কি? ভালো কথা বলেছেন। ঈদের আমেজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। বিশ্বকাপও শুরু হচ্ছে। বাংলাদেশের মানুষ উৎসবপাগল। সবাই খুব উদযাপন করতে পছন্দ করে। তবে আমার যেটা মনে হয়, দেশের প্রতি আমাদের আবেগ কাজ করে। দলের পক্ষ-বিপক্ষ নিয়ে অনেকে ঝগড়া করছে, তর্ক করছে, ভুলবোঝাবুঝি হচ্ছে। বড় দুর্ঘটনাও ঘটছে। আমরা সাপোর্ট করতেই পারি। কিন্তু সবকিছু যদি একটু সুন্দরভাবে করা যায় তাহলে ভালো হয়। কারণ সবার আগে আমাদের দেশ-আমাদের মানুষ। অনেক অর্থ ও শ্রমে এ ছবিগুলো তৈরি হয়েছে, এটা আমাদের দেশের বিষয়। খেলার জন্য যদি আমাদের ছবিগুলো মিস করি, তাহলে ইন্ডাস্ট্রি ক্ষতির সম্মুখীন হবে। আমি আশাবাদী দর্শক খেলা দেখবেন, আবার হলে গিয়ে ছবিও উপভোগ করবেন। ফুটবল বিশ্বকাপে আপনি কোন দলের সমর্থক?
টিনএজ পর্যন্ত ব্রাজিলের অন্ধ সমর্থক ছিলাম। তাদের খেলা ভালো লাগে। কিন্তু অতটা পাগল ভক্ত না। বুঝতে শেখার পর মনে হয়েছে এখানে তো আমার দেশ অংশ নিচ্ছে না। তাই যে দল ভালো খেলে তাদের প্রতিই আমার সমর্থন থাকে। ভক্তদের মাঝেও ব্রাজিল-আর্জেন্টিনা সাপোর্টার আছে। আমি চাই না আমার দর্শকরা ভাগ হয়ে যাক, হা. হা.. হা…।
বিনোদন
0 Comments
Please login to start comments