সি নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে শেষ হয়েছে টাইগারদের চলতি বছরের আন্তর্জাতিক ম্যাচ। ২০১৯ সালের শুরুতে ঘরের মাঠে আন্তর্জাতিক কোনো ম্যাচ না থাকলেও বিদেশ সফরে ব্যস্ত সময় পার করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
কারণ আগামী বছর আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) বিশ্বকাপসহ রয়েছে বেশ কয়েকটি সিরিজ। যার মধ্যে বেশির ভাগই বিদেশে। ঘরের মাঠে আগামী বছর অক্টোবরের আগে কোনো ম্যাচ গড়ানোর আপাতত কোনো সম্ভাবনা নেই।
২০১৯ সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ ফেব্রুয়ারিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা। এক মাসের সেই সফরটি শেষ হবে মার্চে। এরপর এক মাসের বিরতি দিয়ে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেখানে উইন্ডিজ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজে লড়বে সাকিব-তামিমরা।
ওই সিরিজ শেষে বিশ্বকাপের উদ্দেশ্য ইংল্যান্ডে রওনা হবে টিম বাংলাদেশ। সেখানে বিশ্বকাপের ক্যাম্পসহ বিশ্বকাপ খেলে দেশে আসবে টাইগাররা। এরপর অক্টোবরে আবারো হোম ক্রিকেটে ফিরবে তারা। অক্টোবরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশে।
সেই মাসেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্ট ও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিক বাংলাদেশ। পরের মাসে ভারত সফরে যাবে টাইগাররা। সেখানে দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে। ডিসেম্বরে যাবে শ্রীলঙ্কা সফরে। সেখানে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বছর শেষ করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
0 Comments
Please login to start comments