সি নিউজ, ঝিনাইদহ : ঝিনাইদহে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক জামায়াতকর্মী, দুই মাদক ব্যবসায়ীসহ ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঝিনাইদহে মাদক, সন্ত্রাস ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে কোটচাঁদপুর উপজেলা থেকে এক জামায়াতকর্মী, সদর উপজেলা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন মামলায় ৬ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে আরও ৩৪ জনকে।
0 Comments
Please login to start comments